Home বিশেষ সংবাদ বিএনপি ক্ষমতায় গেলে শাপলা চত্বর পাল্টিয়ে শাহাদাত চত্বর করবে

বিএনপি ক্ষমতায় গেলে শাপলা চত্বর পাল্টিয়ে শাহাদাত চত্বর করবে

473
0

ঢাকা: বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন বলেছেন, ভবিষ্যতে বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে শাপলা চত্বরের নাম পাল্টিয়ে শাহাদাত চত্বর করবে। ২০১৩ সালের ৫ মে সমাবেশের সময় হেফাজতে ইসলামের পাশে না থাকতে পারা বিএনপির দুর্ভাগ্য বলেও মন্তব্য করেন বিএনপির এ কেন্দ্রীয় নেতা। শুক্রবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দুঃখ প্রকাশ করে তিনি বলেন, আমাদের দুর্ভাগ্য, হেফাজতে ইসলামের মহাসমাবেশে আমরা তাদের পাশে থাকতে পারিনি। ‘বাংলাদেশের স্বাধীনতা ও জিয়াউর রহমান’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দল।
প্রধানমন্ত্রীর উদ্দেশে শাহ মোয়াজ্জেম হোসেন বলেন, ‘আপনি পাপ অনেক করেছেন। খাদ্যমন্ত্রী ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীকে আপনার মন্ত্রিসভা থেকে বাদ দিয়ে এবার নিজের সম্মান কিছুটা হলেও রক্ষা করুন।’
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকের উদ্দেশে তিনি বলেন, ‘খালেদা জিয়া সম্পর্কে অনেক বাজে কথা বলেছেন। এখন আবার প্রধান বিচারপতিকে নিয়ে বাজে কথা শুরু করেছেন। হিসাব করে কথা না বললে আপনাকে মন্ত্রিত্ব থেকে টেনেহিঁচড়ে নামানো হবে।’
তিনি বলেন, ‘লাখ লাখ মানুষ বিএনপির কাউন্সিলে আসবে। কাউন্সিলের জন্য সরকার বিএনপিকে যে জায়গা দিয়েছে তা যথেষ্ট নয়। সোহরাওয়ার্দী উদ্যান কারও বাবার সম্পত্তি না, সেখানে কেন আমাদের জায়গা দেয়া হলো না?’
আয়োজক সংগঠনের সভাপিত সৈয়দ মো. ওমর ফারুকের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন যুব দলের সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমতুল্লাহ, জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কেএম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।

Previous articleদুদকের নিরপেক্ষ কাজের পরিবেশ তৈরির দায়িত্ব সরকারের: টিআইবি
Next articleবিল চাওয়ায় ক্যাবল টিভি কর্মীকে গুলি, এএসআই আটক