টাঙ্গাইল: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, আন্দোলনের নামে মানুষ হত্যা করে খালেদা জিয়া দেশে-বিদেশে সমর্থন হারিয়েছেন। তিনি বলেন, ‘বিএনপি-জামায়াত এখন সাধারণ মানুষের কাছে জঙ্গি দল হিসেবে পরিচিত লাভ করেছে। তারা যে কাজ করেছে তার কোন ক্ষমা নেই। জনগণ সিটি নির্বাচনে ভোট দিয়ে এর বিচার করবে।’ রবিবার দুপুরে টাঙ্গাইলের ভাসানী হলে আয়োজিত টাঙ্গাইল সদর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন।
নাসিম বলেন, ‘২০১৯ সালের আগে কোন নির্বাচন হবে না। সংবিধান অনুযায়ী সে নির্বাচন হবে। সেই নির্বাচনে বেগম খালেদা জিয়ার সাথে খেলা হবে। ফাঁকা মাঠে আমরা গোল দিতে চাই না।’ সম্মেলন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘যারা সন্ত্রাস করে, পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা করেছে তাদের সাথে কোন সংলাপ হবে না। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।’ তিনি বলেন, ‘দেশে কোন হরতাল-অবরোধ হয়নি। জনগণ হরতাল-অবরোধ প্রত্যাখ্যান করেছে। যদি দেশে কেউ আবার অরাজকতা-নৈরাজ্য সৃষ্টি করতে চায়, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।’ টাঙ্গাইল সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ লেবুর সভাপতিত্বে সম্মেলনে আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান খান ফারুক, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহম্মদ হোসেন, পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির উপ-প্রচার সম্পাদক অসীম কুমার উকিল, স্থানীয় সংসদ সদস্য ছানোয়ার ও মনোয়ারা বেগম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলী আজগর খান দাউদ প্রমুখ।