ঢাকা: শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে ভবিষ্যত প্রজন্মকে বিএনপি-জামায়াত দাবিয়ে রাখতে চায় বলে জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।
সোমবার সুনামগঞ্জের দিরাই উচ্চ বিদ্যালয়ের শত বছর পূর্তির সমাপনী দিনে স্থানীয় বিএডিসি মাঠে অনুষ্ঠিত ‘শতাব্দীর শিক্ষা ভাবনা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
হরতাল-অবরোধ দিয়ে বিএনপি-জামায়াত শিক্ষার অগ্রযাত্রাকে ব্যাহত করছে বলেও মন্তব্য করেন। তিনি বলেন, সিটি করপোরেশন নির্বাচনের মধ্য দিয়ে সরকার খালেদা জিয়াকে ধ্বংসের রাজনীতি পরিহার করে আলোর পথে ফিরে আসার সুযোগ তৈরী করে দিয়েছে। এ সুযোগ হাতছাড়া করলে বিএনপি আর কখনো সুস্থ রাজনীতিতে ফিরে আসতে পারবে না।