Home রাজনীতি বিএনপি দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে : হাছান মাহমুদ

বিএনপি দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে : হাছান মাহমুদ

465
0
কোটা আন্দোলনকারীদের উপর ভর করে বিএনপি দেশে একটি বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং দলের অন্যতম মুখপাত্র ড. হাছান মাহমুদ এমপি।
সোমবার জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলার কনফারেন্স লাউঞ্জে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত ‘গণতন্ত্রের মানসকন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে দেশে একটি বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা ছিল বিএনপির। সেই চেষ্টা সফল না হওয়ার পর তারা (বিএনপি) কোটা আন্দোলনকারীদের উপর ভর করে দেশে একটি বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। সুতরাং এতোদিন পর হঠাৎ করে কোটা আন্দোলনকারীরা সবর হওয়ার পেছনে রাজনীতি আছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও আন্দোলনকারীদের বক্তব্য দেখে বুঝা যায় এরা কোন ঘরানার মানুষ। এরা জননেত্রী শেখ হাসিনা বিদ্বেষী ও আওয়ামী লীগ বিদ্বেষী।
Previous articleছাত্রলীগের গুন্ডামি এনএসএফকে ছাড়িয়ে গেছে: সেলিম
Next articleনগর পরিচালনার মুল ভিত্তি হবে ইনসাফ ও উন্নয়ন: জুবায়ের