Home জাতীয় বিএনপি নির্বাচন পরবর্তী সঙ্কট তৈরির ষড়যন্ত্র করছে: খাদ্যমন্ত্রী

বিএনপি নির্বাচন পরবর্তী সঙ্কট তৈরির ষড়যন্ত্র করছে: খাদ্যমন্ত্রী

443
0

Kamrul Islam
ঢাকা: খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, সিটি নির্বাচন-পরবর্তী বিএনপি নতুন করে সঙ্কট তৈরির ষড়যন্ত্র করছে। নির্বাচনে বিএনপির প্রার্থীরা পরাজিত হবে জেনে তারা নির্বাচনের পর বোমাবাজি, জ্বালাও পোড়াও-এর নতুন ক্ষেত্র তৈরির চেষ্টা করছে। শুক্রবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির গোলটেবিল মিলনায়তনে ‘চলমান রাজনীতি-ষড়যন্ত্র ও বোমাবাজদের প্রতিরোধ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
কামরুল ইসলাম বলেন, বিএনপি নেতারা জানেন নির্বাচনে তাদের দলীয় প্রার্থীর ভরাডুবি হবে।গণতন্ত্র ধ্বংস করার চেষ্টার জবাব ব্যলটের মাধ্যমে দিতে মানুষ প্রস্তুত। তিনি অভিযোগ করেন বিএনপি নির্বাচন বানচাল করতে চাচ্ছে। অথবা নির্বাচন-পরবর্তী সময়ে আবার সেই বোমাবাজি নাশকতায় ফিরে যাওয়ার ক্ষেত্র তৈরি করছে। তিনি ব্যালটের মাধ্যমে এদের জবাব দেয়ার আহবান জানান।
খাদ্যমন্ত্রী বলেন, বিএনপি চেয়ারাপার্সন বেগম খালেদা জিয়া নির্বাচনী আচরণবিধি লংঘন করছেন। তিনি নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করছেন। নির্বাচন কমিশনের উচিত তাকে বিরত রাখা। নির্বাচনে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
ড. জাহাঙ্গীর আলম খানের সভাপতিত্বে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু, আ’লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজিত রায় নন্দী, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি এডভোকেট মোল্লা আবু কাওছার প্রমুখ বক্তব্য রাখেন।

Previous articleশিক্ষার গুনগত মান উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: হাফিজুর রহমান তালুকদার
Next articleসরকারের সমর্থকরা উন্মাদ হয়ে গেছে: খন্দকার মাহবুব