স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে প্রবেশের সময় বিএনপি সমর্থিত ৬ মহিলা আইনজীবীকে আটক করেছে পুলিশ। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাদের আটক করে পুলিশের গাড়িতে করে নিয়ে যাওয়া হয়।
আাটকদের মধ্যে পাপড়ি নামে একজনের নাম জানা গেছে। বাকিদের নাম ও কি কারণে তাদের আটক করা হয়েছে তা তাৎক্ষণিক জানা যায়নি।
কার্যালয়ে সামনে গত কয়েকদিনে পোশাকধারী পুলিশ না থাকলেও শনিবার বিকেল থেকে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। একইসঙ্গে বাড়ানো হয়েছে নারী পুলিশের সংখ্যাও।
এর আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়ায় মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করে জাতীয়তাবাদী মহিলা দল।