ঢাকা: রাজধানী কারওয়ানে বাজারে অবস্থিতি বিএসইইস ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। ফায়ার সার্ভিসেস ১০টি ইউনিটি আগুন নেভাতে কাজ করছে। বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল ভবন নামে বা বিএসইসি ভবন নামে পরিচিত এই ভবনে এনটিভি, আরটিভি এবং আমার দেশ কার্যালয়সহ বহু গুরুত্বপূর্ণ অফিস রয়েছে। এর আগে ২০০৭ সালের ফেব্রুয়ারিতে এখানে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে এনটিটির সম্প্রচার বন্ধ হয়ে গিয়েছিল।