Home বিনোদন বিগ বসে পাঁচ কোটি রুপি নেবেন কিম কার্দাশিয়ান

বিগ বসে পাঁচ কোটি রুপি নেবেন কিম কার্দাশিয়ান

496
0

image_152970.kim-kardashian-630
ভারতের ছোট পর্দার কয়েকটি জনপ্রিয় শোয়ের মধ্যে অন্যতম বিগ বস। সেপ্টেম্বরের ২১ তারিখ থেকে শুরু হয়েছে বিগ বসের অষ্টম সংস্করণ। তবে এত দিন পর্যন্ত সেরকম টিআরপি টানতে পারেনি ছোটপর্দার এই শো। এবার শোয়ের আয়োজকরা কোমর বেঁধে নামছেন শো-টিকে আবার জনপ্রিয়তার শীর্ষে আনার জন্য। খুব শিগগিরই বিগ বসে আসতে যাচ্ছেন কিম করদেশিয়ান। নভেম্বরের ২২তারিখ থেকে কিমকে দেখা যাবে বিগ বসের মঞ্চে। আর এই স্বল্পমেয়াদি আগমণের জন্য কিমকে নাকি দেওয়া হচ্ছে পাঁচ কোটি রুপি।
কিম কার্দাশিয়ানকে মোটামোটি সবাই চেনেন তাঁর সাহসী স্টাইল স্টেটমেন্টের জন্য। শোনা যাচ্ছে বিগ বসের বাড়িতে কিমকে নাকি দেখা যাবে ভারতীয় পোশাকে। বেশ কয়েক বছর আগে বিগ বসের মঞ্চে এসেছিলেন পামেলা অ্যান্ডারসন। তাঁর শরীরী বিভাজন, উষ্ণতা, যৌনতা সবকিছু বাড়িয়ে দিয়েছিল শোয়ের টিআরপি। সেইসময়ের অন্য সব শোয়ের জনপ্রিয়তাকে ছাপিয়ে গিয়েছিল দর্শকের বিগ বস প্রীতি। এখন অপেক্ষা কেনি ওয়েস্টের স্ত্রী, কিম কি নতুন চমক নিয়ে আসে বিগ বসের মঞ্চে।

Previous articleএখনো ৫ জানুয়ারির একজন ভোটার খুঁজে পাইনি: ড. কামাল
Next articleতারেকের জন্মদিন উপলক্ষে কেক কাটলেন খালেদা জিয়া