স্টাফ রিপোর্টার: ২০ দলীয় জোটের প্রধান ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, অবৈধ সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়ে গেছে। বিজয় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে। রোববার বেলা ৩টার দিকে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবীদের একটি প্রতিনিধিদল গুলশান কার্যালয়ে অবরুদ্ধ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাথে সাক্ষাত করলে গেলে তিনি একথা বলেন। সাক্ষাতশেষে বেরিয়ে এসে বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার বলেন, খালেদা জিয়া যেকেনো মূল্যে সারা দেশে এই অগণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলার নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, অবৈধভাবে বিরোধী দলের গণতান্ত্রিক কর্মসূচিতে বাধা দেয়া হচ্ছে। এসব করে সরকার পার পাবে না।
আইনজীবী প্রতিনিধি দলে ছিলেন সুপ্রিম কোর্ট বারের সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, এ জে মোহাম্মদ আলী, শাহজাহান ওমর, জয়নাল আবেদীন, মাহবুব উদ্দিন খোকন, সানাউল্লাহ মিয়া।
বিজয় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে
Comments are closed.