Home মিডিয়া বিদেশি চ্যানেলে দেশীয় বিজ্ঞাপন বন্ধে আজ থেকে অভিযান

বিদেশি চ্যানেলে দেশীয় বিজ্ঞাপন বন্ধে আজ থেকে অভিযান

509
0

ঢাকা : ‘বিদেশি টেলিভিশন চ্যানেলে দেশীয় পণ্যের বিজ্ঞাপন প্রচারণা বন্ধে আজ থেকে মোবাইল কোর্ট পরিচালিত হবে।’

সোমবার (১ জুলাই) সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘বিদেশি চ্যানেলে দেশীয় পণ্যের বিজ্ঞাপন প্রচার করছিল জাদু মিডিয়া ও নেশন ওয়াইড নামের দু’টি প্রতিষ্ঠান। এ দু’টি প্রতিষ্ঠানকে বিদেশি চ্যানেলে দেশীয় পণ্যের বিজ্ঞাপন প্রচার বন্ধ করতে আগেই নোটিশ দেওয়া হয়েছিল। নির্ধারিত সময়সীমা শেষে তাদের আল্টিমেটাম দেওয়া হয়েছিল। সেই আল্টিমেটামের সময় গতকাল (৩০ জুন) শেষ হয়েছে। সে কারণেই আজ থেকে সারাদেশে মোবাইল কোর্ট পরিচালিত হবে। অভিযান পরিচালনার এই উদ্যোগ বাংলাদেশের স্বার্থে, বাংলাদেশের গণমাধ্যমের স্বার্থে।’

Previous articleএলএনজি ব্যবসায়ীদের পকেট ভারী করতে গ্যাসের দাম বৃদ্ধি: ফখরুল
Next articleরাঙ্গামাটিতে সন্ত্রাসীদের গুলিতে মা-মেয়ে নিহত