বিদ্যুতহীন কুমিল্লা: জনমনে ক্ষোভ

0
469

image_147287.bheramara electricity
কুমিল্লা: শনিবার সকাল ৭টা থেকে বিদ্যুতহীন হয়ে পড়েছে কুমিল্লা শহর। এ নিয়ে ২০ দলীয় জোটের জনসভায় আগত নেতাকর্মীদের পাশাপাশি স্থানীয়দের মধ্যেও চরম ক্ষোভ দেখা দিয়েছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জনসভা শুরু হওয়ার কথা দুপুর ২টায়। তাই জনসভার দিন সকাল থেকে বিদ্যুত চলে যাওয়াকে অনেকে সরকারের ষড়যন্ত্র বলে মনে করছেন।
এবিষয়ে জানতে চাইলে কুমিল্লা মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুবুর রহমান বলেন, আজকের জনসভা বানচাল করতে এটা সরকারের একটি পরিকল্পিত ষড়যন্ত্র। মানুষ যাতে বেগম জিয়ার বক্তব্য না শুনতে পারে সেজন্য সকাল থেকেই কুমিল্লাকে বিদ্যুতহীন করা হয়েছে।
এছাড়া জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ইউসুফ মোল্লা টিপু বলেন, এটা সরকারের একটি নীল নকশা। দেশনেত্রী বেগম জিয়ার জনসভা বানচালের জন্য সরকার আগে থেকে বিভিন্নভাবে ষড়যন্ত্র করে আসছে। এরই অংশ হিসেবে গতকাল জেলার বিভিন্ন জায়গায় আমাদের তোরণ ও পোস্টার ছিঁড়ে ফেলেছে ছাত্রলীগের সন্ত্রাসীরা। জনসভা বানচাল করতেই আজ তারা কুমিল্লাকে বিদ্যুতহীন করেছে।
তিনি বলেন, তারা যতই ষড়যন্ত্র করুক না কেন আজকের জনসভা জনগণ সফল করবেই। এরিপোর্ট লেখা পর্যন্ত বিদ্যুত আসেনি।