নাইম তালুকদার: ব্যাটারি চালিত অটোরিকশা চার্জ দিতে গিয়ে ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের রাজনগর গ্রামে রোববার সন্ধ্যায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মানিক মিয়া (২৬) নামের এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের মৃত লালফর মিয়ার ছেলে।
নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ওইদিন সন্ধ্যা ছয়টার দিকে মানিক মিয়া নিজ বসতঘরের বৈদ্যুতিক সুইচবোর্ডে তাঁর ব্যাটারিচালিত অটোরিকশাটি চার্জ করতে যান। এক পর্যায়ে হঠাৎ তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ধর্মপাশা সদর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মো. ফখরুল ইসলাম চৌধুরী এ খবরটির সত্যতা নিশ্চিত করেছেন।