Home রাজনীতি বিভেদ নয় ঐক্য গড়ে তুলতে হবে: মির্জা ফখরুল

বিভেদ নয় ঐক্য গড়ে তুলতে হবে: মির্জা ফখরুল

322
0

নিজস্ব প্রতিবেদক: দেশের এই সঙ্ককটালে বিভেদ নয় জনতার সাথে ঐক্য গড়ে তুলতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আমরা জানি এত সহজে সবকিছু হওয়ার কথা নয়। সেই কাজটাকে ঠিক জায়গায় পৌঁছানোর জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আজকে কোনো বিভেদ নয়। আজকে একটা ঐক্য গড়ে তুলতে হবে, জনতার ঐক্য। জাতীয় ঐক্য গড়ে উঠলেই আমরা গণতন্ত্রের জন্য সফল হবো।

বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) বাংলাদেশ লেবার পার্টির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘রুখো আগ্রাসন-হটাও দু:শাসন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।

লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমদ, দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান, লেবার পার্টির মহাসচিব হামদুল্লাহ আল মেহেদি প্রমুখ।

 

Previous articleরোহিঙ্গাদের ফিরিয়ে নিতে কাজ শুরু করেছে মিয়ানমার: স্বরাষ্ট্রমন্ত্রী
Next articleদেশের মানুষ শান্তি ও উন্নয়ন চায় : নাসিম