Home ঢাকা বিমানবন্দরে অস্ত্র গুলিসহ উপজেলা চেয়ারম্যান আটক

বিমানবন্দরে অস্ত্র গুলিসহ উপজেলা চেয়ারম্যান আটক

590
0

ঢাকা: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীন টার্মিনালে অস্ত্র, গুলি ও ম্যাগজিনসহ আটক হয়েছেন চিতলমারী উপজেলা চেয়ারম্যান মো. মুজিবর রহমান। আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য তাকে বিমানবন্দর থানা পুলিশের কাছে সোর্পদ করা হয়। বৃহস্পতিবার বিকেলে নভোএয়ারের একটি ফ্লাইটে বরিশাল যাওয়ার আগে এঘটনা ঘটে।

বৃহস্পতিবার সন্ধ্যার পর বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত ওসি (তদন্ত) স. ম কাইয়ুম নয়া দিগন্তকে বলেন, আটক ব্যক্তির বিষয়ে আমরা তদন্ত করছি। তদন্ত সাপেক্ষে উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।
বিমানবন্দর টার্মিনাল সুত্রে জানা যায়, গতকাল বেলা সোয়া ৩টায় নভোএয়ারের একটি ফ্লাইটে বরিশাল যাওয়ার উদ্দেশ্য যাত্রী মুজিবর রহমান অভ্যন্তরীন টার্মিনালে যান। প্রথম গেট দিয়ে ভেতরে প্রবেশ করার সময় তার হাত ব্যাগে থাকা অস্ত্র,গুলি স্ক্যানিং মেশিনে ধরা পড়ে। সাথে সাথে এভিয়েশন সিকিউরিটি গ্রুপের (এভসেক) সদস্যরা তাকে আটক করেন। ঘোষনা ছাড়া বিমানবন্দরে প্রবেশ করার অভিযোগে তাকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাকে থানায় সোর্পদ করা হয়।

Previous articleসিলেটে দাওয়াত না পেয়ে বর্ষবরণ অনুষ্ঠানে ভাঙচুর করল ছাত্রলীগ
Next articleপ্রশ্নপত্রের বিষয়টি তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী