ঢাকা: বিরোধী রাজনীতির চর্চার পথকে আরো সংকুচিত করতে জেলা উপজেলায় দলীয় নেতা-কর্মীদের ধরপাকড় করা হচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি। সোমবার এক বিবৃতিতে দলের মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন বলেন, বিএনপির বিভিন্ন পর্যায়ে কাউন্সিল ও পুণর্গঠন প্রক্রিয়ার প্রাক্কালে দেশের বিভিন্ন জেলা উপজেলায় দলীয় নেতা-কর্মীদের নতুন করে ধরপাকড় শুরু হয়েছে। এরই অংশ হিসেবে যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেরুল হক সাবু, কিশোরগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাইল মিয়া ও কিশোরগঞ্জ সদর থানা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শামীম আহমেদকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও বিভিন্ন জেলায় দলের ও অঙ্গ সংগঠনের নেতাদের বাড়িতে বাড়িতে গিয়ে গ্রেফতার অভিযান চালানো হচ্ছে।
অবিলম্বে গ্রেফতারকৃতদের মুক্তি এবং নেতা-কর্মীদের হয়রানী বন্ধ করার আহবান জানিয়ে ড. রিপন বলেন, সরকার বিরোধী মতকে দলন করার নীতি থেকে এখনও সরে আসেনি। বিরোধী রাজনীতির চর্চার পথকে আরো সংকুচিত করার অপপ্রয়াসকে আমরা নিন্দা জানাই।