Home জাতীয় বিরোধী রাজনীতি সংকুচিত করতে নেতা-কর্মীদের ধরপাকড় করা হচ্ছে: বিএনপি

বিরোধী রাজনীতি সংকুচিত করতে নেতা-কর্মীদের ধরপাকড় করা হচ্ছে: বিএনপি

972
0

ঢাকা: বিরোধী রাজনীতির চর্চার পথকে আরো সংকুচিত করতে জেলা উপজেলায় দলীয় নেতা-কর্মীদের ধরপাকড় করা হচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি। সোমবার এক বিবৃতিতে দলের মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন বলেন, বিএনপির বিভিন্ন পর্যায়ে কাউন্সিল ও পুণর্গঠন প্রক্রিয়ার প্রাক্কালে দেশের বিভিন্ন জেলা উপজেলায় দলীয় নেতা-কর্মীদের নতুন করে ধরপাকড় শুরু হয়েছে। এরই অংশ হিসেবে যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেরুল হক সাবু, কিশোরগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাইল মিয়া ও কিশোরগঞ্জ সদর থানা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শামীম আহমেদকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও বিভিন্ন জেলায় দলের ও অঙ্গ সংগঠনের নেতাদের বাড়িতে বাড়িতে গিয়ে গ্রেফতার অভিযান চালানো হচ্ছে।

অবিলম্বে গ্রেফতারকৃতদের মুক্তি এবং নেতা-কর্মীদের হয়রানী বন্ধ করার আহবান জানিয়ে ড. রিপন বলেন, সরকার বিরোধী মতকে দলন করার নীতি থেকে এখনও সরে আসেনি। বিরোধী রাজনীতির চর্চার পথকে আরো সংকুচিত করার অপপ্রয়াসকে আমরা নিন্দা জানাই।

Previous articleমেক-আপহীন নগ্ন ফটোশুট করেই বাহবা কুড়োচ্ছেন ডেমি লোভাটো
Next articleবিদেশীদের ওপর আক্রমণের তথ্য সরকারকে জানানো হয়েছিল: মার্কিন রাষ্ট্রদূত