Home আঞ্চলিক বিশ্বজিৎ হত্যা মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

বিশ্বজিৎ হত্যা মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

79
0

নিউজ ডেস্ক : বহুল আলোচিত বিশ্বজিৎ হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি নূরে আলম লিমনকে রাজধানীর মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

সোমবার (১৯ ডিসেম্বর) সকালে র‌্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি মো. ফজলুল হক জানান, রোববার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে রাজধানীর মোহাম্মদপুরের হুমায়ুন রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মীর মো. নূরে আলম রংপুরের পীরগাছা উপজেলার মীর মো. নুরুল ইসলামের ছেলে। তিনি দীর্ঘ ১০ বছর ধরে পলাতক ছিলেন।

Previous articleআর্জেন্টিনা ঘরে তুললো বিশ্বকাপ শিরোপা
Next article৯ ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠানের ১০৬৯ পদের পরীক্ষা ২০ জানুয়ারি