Home ফটো গ্যালারী বিয়ের আগের রাতে মেয়েরা যে কারনে ভয় পায়

বিয়ের আগের রাতে মেয়েরা যে কারনে ভয় পায়

1146
0

নারীদের জীবনে বিয়ের প্রভাব অনেকটা বেশি পড়ে। তারা নিজেদের বাড়ি, বাবা-মাকে ছেড়ে অন্যের বাড়িতে যায় বলে বিয়ের আগের রাতে মাথায় অনেক রকম ভাবনা আসে।

বিয়ে যদি ভালোবাসার মানুষের সঙ্গে হয়, সে ক্ষেত্রে নারীরা তার পছন্দের মানুষটাকে চেনে বলে একটু নিশ্চিন্ত থাকে। তবে তাদের চিন্তা কোনো ভাবেই কমে যায় না।

যেহেতু বাড়ি ছেড়ে যেতে হয়, সে কারণে সবার আগে তাদের মাথায় চিন্তা হতে শুরু করে যে কি করে নতুন জায়গায় তারা নিজেদের মানিয়ে নেবে।

তারপর সেই নতুন বাড়িতে গিয়ে মেয়েটিকে হয়তো ছাড়তে হতে পারে নিজের সব অভ্যাস। সে কারণেও মেয়েরা ভয় পেতে শুরু করে।

তবে সব শেষে মেয়েরা যা ভাবে তা হলো, আমি এই বিয়ের সিদ্ধান্তটা তাড়াতাড়ি নিয়ে ফেললাম না তো! সে যত বছর বয়সেই মেয়েরা বিয়ে করুক না কেন, এ ভাবনা তাদের আসেই।

Previous articleঅনেক দেশের তুলনায় বাংলাদেশে গ্যাসের মূল্য কম: প্রধানমন্ত্রী
Next articleএরশাদের কিডনি ও লিভার অকেজো: জিএম কাদের