নিউজ ডেস্ক: ভালোবাসার টানে মানুষ কত কিছুই না করে। আর সে ভালোবাসার অন্তরালে যদি থাকে অন্য উদ্দেশ্য তবে তো সে উদ্দেশ্য হাসিল করতে লোক দেখানো ভালোবাসা একটু বেশিই থাকে।
এবার সে ভালোবাসার বলি এক মেডিকেল ছাত্রী। প্রেমিকের আদুরে ভালোবাসার কাছে কাবু হয়ে বিয়ের আগেই প্রেমিকের সাথে এক বাসায় থাকতে রাজি হয়ে যায়। এরপর ভালোবাসার ভোগের মাধ্যমে ঘটে ভালোবাসার নগ্ন পরিণতি।