Home আঞ্চলিক বি-বাড়িয়া থেকে অপহৃত কিশোরী জগন্নাথপুরে উদ্ধার

বি-বাড়িয়া থেকে অপহৃত কিশোরী জগন্নাথপুরে উদ্ধার

456
0

জগন্নাথপুর প্রতিনিধি: বি-বাড়িয়া থেকে অপহৃত কিশোরীকে জগন্নাথপুর থেকে উদ্ধার করেছে থানা পুলিশ। জানাগেছে, জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের ধাওরাই গ্রামের আব্দুল হাকিমের ছেলে মিজান মিয়ার নানার বাড়ি বি-বাড়িয়া জেলার বিজয় নগর থানার সোনাজুরা গ্রামে। সে প্রায়ই তার নানা বাড়িতে গিয়ে থাকতো। সেই সুবাধে সোনাজুরা গ্রামের এমরান আলীর কিশোরী কন্যা মরিয়ম খানম মীমের (১৪) সাথে মিজান মিয়ার (২০) প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সম্পর্কের সুবাদে গত শুক্রবার দিনে কিশোরী মরিয়ম মিজানের হাত ধরে বাড়ি ছেড়ে পালিয়ে জগন্নাথপুরে মিজানের বাড়িতে চলে আসে। এ ঘটনায় মরিয়মের পিতা এমরান আলী বাদী হয়ে বিজয় নগর থানায় অপহরণ মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর ওই রাতে বিজয় নগর থানা পুলিশ জগন্নাথপুর থানা পুলিশের সহযোগিতায় জগন্নাথপুর উপজেলার ধাওরাই গ্রামের প্রেমিক মিজানের বাড়ি থেকে ভিকটিম মরিয়মকে উদ্ধার করলেও অপহরণকারী প্রেমিক মিজান পালিয়ে যায়। জগন্নাথপুর থানার এসআই গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Previous articleজগন্নাথপুরে শালিসি ব্যক্তির লাথিতে শালিসি ব্যক্তির মৃত্যু
Next articleজগন্নাথপুরে মদ ও গাঁজাসহ গ্রেফতার ৩