Home জাতীয় বুয়েট শিক্ষার্থী আবরার হত্যায় জড়িতদের শাস্তি হবে: সেতুমন্ত্রী

বুয়েট শিক্ষার্থী আবরার হত্যায় জড়িতদের শাস্তি হবে: সেতুমন্ত্রী

455
0

বুয়েটের শিক্ষার্থীর হত্যা প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ভিন্ন মত পোষণের কারনে কাউকে হত্যা করা ঠিক না। তদন্ত করে বুয়েট শিক্ষার্থী আবরার হত্যায় দোষীদের শাস্তি দেয়া হবে। সোমবার (৭ অক্টোবর) সকালে সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

প্রসঙ্গত, বুয়েট শিক্ষার্থী আবরারকে পিটিয়ে হত্যা করা হয়েছে। সোমবার (৭ অক্টোবর) ভোররাতে শেরে বাংলা হলের উত্তর ব্লকের সিঁড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, সিসি ক্যামেরার ছবি দেখে অপরাধীদের শনাক্ত করা হয়েছে। আটক করা হয়েছে দুজনকে। ফেসবুকে ভারতবিরোধী স্ট্যাটাস দেয়ার কারণে এই হত্যাকাণ্ড বলে অভিযোগ করেছেন তার সহপাঠীরা।

ওবায়দুল কাদের বলেন, আগামীতে দূর্নীতিবাজ, অপরাধী কাউকে ছাড় দেয়া হবে না। প্রধানমন্ত্রীর ভারত সফরের সাথে শুদ্ধি অভিযানের কোন সম্পর্ক নেই।

Previous articleঅসাম্প্রদায়িক চেতনা বজায় রাখা এক বড় অর্জন: প্রধানমন্ত্রী
Next articleসম্রাটের গ্রেফতারে জাদু আছে: মান্না