ঢাকা: জামায়াতে ইসলামীর ডাকা ২৪ ঘণ্টার হরতালের কারণে এইচএসসি ও সমমানের ১২ মে বৃহস্পতিবারের পরীক্ষা পিছিয়েছে। আগামী ২০ মে এই পরীক্ষা হবে বলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি অধ্যাপক মাহবুবুর রহমান বুধবার বিকেলে জানিয়েছেন।
তিনি বলেন, ‘১২ মে’র পরীক্ষাগুলো আগামী ২০ মে শুক্রবার নেয়া হবে। সকালের পরীক্ষা সকাল ৯টা থেকে এবং বিকেলের পরীক্ষা বেলা আড়াইটা থেকে শুরু হবে।’
জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ড কার্যকরের প্রতিবাদে বৃহস্পতিবার সারাদেশে হরতাল ডেকেছে জামায়াত।