ঢাকা: বেসরকারি চ্যানেলগুলোর সঙ্গে বিটিভিকে প্রতিযোগিতা করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বিটিভিকে আধুনিকায়নে কাজ করছে সরকার। বৃহস্পতিবার বিটিভির সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বিটিভিকে শুধু সরকারি হিসেবে ব্যবহার করা হবে না। নতুন নতুন মেধার বিকাশ যাতে বিটিভির মাধ্যমে হয় সেজন্য তিনি বিটিভির পরিচালকের প্রতি পরামর্শ দেন। তিনি আরো বলেন, জাতীয় সংসদ কার্যক্রম চলার সময় এর পাশাপাশি বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রম চালু করার জন্য তিনি পরামর্শ দেন।