Home জাতীয় বেসরকারি হাসপাতালে খালেদা জিয়ার চিকিৎসা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী

বেসরকারি হাসপাতালে খালেদা জিয়ার চিকিৎসা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী

440
0

ঢাকা: ‘সরকারি হাসপাতালের চিকিৎসকদের পরামর্শ পেলেই শুধু বেসরকারি হাসপাতালে খালেদা জিয়ার চিকিৎসা হতে পারে’ বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল-বিএসএমএমইউ এর মতো সম্মিলিত সামরিক হাসপাতাল বা সিএমএইচেও চিকিৎসা নিতে রাজি নন বেগম জিয়া। সিএমএইচে যাওয়ার বিষয়ে কারাবন্দী বিএনপি চেয়ারপারসনকে দেয়া প্রস্তাব তিনি ফিরিয়ে দিয়েছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদেরকে এই তথ্য জানান মন্ত্রী। খালেদা জিয়ার এই মনোভাবে বিরক্তিও প্রকাশ করেন তিনি। বলেন, ‘জেলকোড অনুসারে কোথাও চিকিৎসা নিতে অনিচ্ছা জানানোর সুযোগ নেই।’

এখন খালেদা জিয়ার চিকিৎসা কোথায় হবে? এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এখন চিকিৎসকরা বসে পরবর্তী করণীয় নির্ধারণ করবেন। চিকিৎসকরা যে পরামর্শ দেন, আমরা সেটাই অনুসরণ করব।’

অপর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়া চাইলে এখনো বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা নিতে পারেন। দেশের খ্যাতিমান চিকিৎসকরা এখানে আছেন। পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসার সময় প্রয়োজনে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকরাও থাকতে পারবেন। এতে কোনো বাধা নেই।’

Previous article৭নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী সাঈদ আব্দুল্লাহ’র গনসংযোগ
Next articleসার্বভৌমত্ব রক্ষায় সময়োপযোগী পদক্ষেপ নিয়েছি :প্রধানমন্ত্রী