Home পরিবেশ বৈশ্বিক পরিবেশ চুক্তি সই হচ্ছে শুক্রবার

বৈশ্বিক পরিবেশ চুক্তি সই হচ্ছে শুক্রবার

917
0

নিউজ ডেস্ক: জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় একটি চুক্তি সইয়ে সম্মত হয়েছে বিশ্বের ১৬০টি দেশ। প্যারিসে অনুষ্ঠিত সর্বশেষ জলবায়ু সম্মেলনের আলোচনার ধারাবাহিতায় বিশ্ব নেতারা ওই চুক্তি সইয়ে সম্মত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় এক ভিডিও কনফারেন্সে ঢাকাকে এ তথ্য জানিয়েছেন জাতিসংঘ মহাসচিবের জলবায়ু বিষয়ক টিমের পরিচালক সেলউইন হার্ট। ঢাকায় জাতিসংঘ ইনফরমেশন সেন্টারের (ইউএনআইসি) অফিসার ইন চার্জ এম মনিরুজ্জামান ওই ভিডিও কনফারেন্স সমন্বয় করেন।

সেখানে জানানো হয়, ২২শে এপ্রিল শুক্রবার সম্মত দেশগুলোর প্রতিনিধিরা নিউইয়র্কে উপস্থিত হয়ে নিজ নিজ দেশের পক্ষে ঐতিহাসিক ওই চুক্তিতে সই করবেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে পরিবেশ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু চুক্তি সইয়ের আনুষ্ঠানিকতায় উপস্থিত থাকবেন। মঙ্গলবার সকালে নিউইয়র্কের উদ্দেশ্যে তিনি রওনা হয়েছেন বলে জানা গেছে।

Previous articleফরিদপুর জেলা আওয়ামীলীগ সভাপতি যখন ভারতীয় নাগরিক !
Next articleজগন্নাথপুরে নির্বাচন নিয়ে জনমনে সংশয়