Home ভিন্ন খবর বৌভাতের রাতে সব নিয়ে পালালেন নববধূ

বৌভাতের রাতে সব নিয়ে পালালেন নববধূ

1230
0

অনলাইন ডেস্ক : বৌভাতের রাতে শ্বশুরবাড়ির সবাইকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে স্বর্ণালংকার ও নগদ অর্থ নিয়ে পালিয়ে গেছেন নববধূ। এনডিটিভি জানায়, ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের বাদাউন জেলায় এই ঘটনা ঘটে। ৯ ডিসেম্বর প্রবীণ ও রিয়া নামের ওই নবদম্পতির বিয়ে হয়।

এদিকে ঘটনার পর স্থানীয় থানায় অভিযোগ জানান প্রবীণের পরিবার। অভিযোগে বলা হয়, নগদ ৭০ হাজার রুপি আর ৩ লাখ রুপির গয়না নিয়ে পালিয়েছেন রিয়া।

প্রবীণের বাবা রাম লাডেটে জানান, ছেলের বিয়েতে ৪ লাখ রুপি খরচ করেছেন তিনি। টিংকু নামের এক ঘটক কনে খুঁজে দেন। কনেকে গয়না বানিয়ে দেয়ার কথা বলে তার কাছ থেকে টাকাও নেন টিংকু।

বৌভাতের রাতেই নববধূ পালিয়ে যাওয়া হতাশ বর প্রবীণ। বিয়ে করে এমন পরিস্থিতির শিকার হবেন তিনি ভাবতেও পারেননি।

এদিকে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। তারা ঘটক টিংকুকে খুঁজছে। সবকিছুর পেছনে তার হাত রয়েছে বলে ধারণা করছেন স্থানীয় পুলিশ কর্মকর্তা জিতেন্দ্র কুমার শ্রীবাস্তব।

Previous articleতালিকাভুক্ত রাজাকারদের নিশ্চয়ই বিচার হবে: আইনমন্ত্রী
Next articleসীমান্তে অতিরিক্ত কোনো পদক্ষেপের প্রয়োজন নেই: পররাষ্ট্রমন্ত্রী