Home অর্থনীতি ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্টির উদ্দোগে এনআরবি বিজনেস কনভেনশন ২০১৭

ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্টির উদ্দোগে এনআরবি বিজনেস কনভেনশন ২০১৭

388
0

ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্টির উদ্দোগে এবং সিলেট চেম্বারের সহযোগিতায় আগামী ২১,২২ ও ২৩ অক্টোবর সিলেটে আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্স ১ম বারের মতো অনুষ্ঠিত হচ্ছে (অনাবাসী বাংলাদেশী)এনআরবি বিজনেস কনভেনশন ২০১৭। এই কনভেনশনে যোগ দিতে অনেকেই এখন বাংলাদেশে। এই অনুষ্ঠানকে ঘিরে প্রবাসীদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে। এই অনুষ্ঠানের আয়োজনে সার্বক্ষনিক তদারকি করতে বিবিসিসিআই প্রেসিডেন্ট ও আন্তর্জাতিক ইভেন্ট মাস্টার জনাব এনাম আলী এমবিই এখন বাংলাদেশে রয়েছেন। চেম্বারের অন্যান্য ডাইরেক্টর বৃন্দ অনেকেই এখন দেশের পথে। এই অনুষ্ঠানে ইউরোপ , আমেরিকা ও মধ্যপ্রাচ্য সহ প্রায় বিশ্বের ৩০টি দেশের প্রবাসী প্রতিনিধি নিজনিজ দেশের পতাকা উত্তোলন করবেন বলে জানিয়েছন চেম্বারের লন্ডন রিজিওয়নের প্রেসিডেন্ট জনাব বশির আহমেদ। বিজনেস কনভেনশনে প্রবাসী বাংলাদেশীদের দেশে বিনিয়োগ, সমস্যা , সম্ভাবনা এবং সাফল্যেকে দেশবাসীর সামনে তুলে ধরা হবে। কনভেনশনকে ঘিরে রয়েছে ব্যাপক আয়োজন আলোচনা সভা, সেমিনার , রঙবেরঙের স্টল, খাবার দাবার সহ দেশবিদেশী শিল্পীদের অংশ গ্রহনে সাংস্কৃতিক অনুষ্ঠান। এই কনভেনশনে নতুন বাংলাদেশ গঠনে প্রবাসীদের সম্ভাবনাকে কাজে লাগাতে বিবিসিসিআই প্রস্তাবিত বহুল প্রতক্ষিত বছরের একটি দিনকে এনআরবি ডে দাবীর (অনাবাসী বাংলাদেশী দিবস) ঘোষনা চাইবে দেশ এবং সরকারের কাছ থেকে। বর্তমানে বাংলাদেশে অবস্থানরত যে কোন দেশের প্রবাসী ভাই বোনেরা নিম্নের লিংক এ ক্লিক করে রিজিষ্ট্রশনের মাধ্যমে কনভেনশনে যোগদান করতে পরবেন। কারো কোন ধরনের তথ্য জানার থাকলে আমার ব্যক্তিগত মোবাইলে যোগাযোগ করতে পারবেন : 07947 985618. সবশেষে এই কনভেনশন সফল করতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি। শফিকুল ইসলাম।

Previous articleআর্জেন্টিনাহীন বিশ্বকাপ হতো অস্বাভাবিক: মেসি
Next articleদুর্যোগ ঝুঁকিহ্রাসে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: প্রধানমন্ত্রী