Home আঞ্চলিক ভাইস চেয়ারম্যান পদে সবার চেয়ে শিক্ষিত বিজন, স্বশিক্ষিত ছালিম

ভাইস চেয়ারম্যান পদে সবার চেয়ে শিক্ষিত বিজন, স্বশিক্ষিত ছালিম

499
0

স্টাফ রিপোর্টার: জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে এবার ৫ জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করছেন। তন্মেধ্যে সবার চেয়ে শিক্ষিত প্রার্থী হচ্ছেন আওয়ামীলীগ মনোনীত ভাইস চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক বিজন কুমার দেব। নির্বাচনী মনোনয়নপত্রে দাখিল কৃত হলফনামা পর্যালোচনায় দেখা যায়, ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধী প্রার্থীদের মধ্যে বিজন কুমার দেব এর শিক্ষাগত যোগ্যতা বিএ(পাস)। প্রার্থীদের দাখিলকৃত হলফনামা মতে শিক্ষাগত যোগ্যতার তালিকায় বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী সুহেল আহমদ খান টুনু শিক্ষাগত যোগ্যতা এস.এস.সি, স্বতন্ত্র প্রার্থী উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন শিক্ষাগত যোগ্যতা দাখিল, স্বতন্ত্র প্রার্থী ফয়জুল হক এস.এস.সি, জমিয়ত উলামায়ে ইসলাম নেতা ছালিম আহমদ কাসেমী স্বশিক্ষিত বলে উল্লেখ করেছেন।

Previous articleবাল্যবিবাহ নিরোধ আইন নিয়ে উদ্বেগ জানাল জাতিসংঘ
Next articleরাজনীতিতে ফিরছেন বারাক ওবামা!