Home জাতীয় ভারতের আধিপত্যবাদ রুখতে না পারলে মুক্তি আসবে না: ডা. জাফরুল্লাহ

ভারতের আধিপত্যবাদ রুখতে না পারলে মুক্তি আসবে না: ডা. জাফরুল্লাহ

448
0

ঢাকা: মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, ‘র’ দিয়ে পুরো বাংলাদেশ ছেয়ে গেছে। সর্বত্রই ভারত আধিপত্য বিস্তার করেছে যা প্রধানমন্ত্রীর বক্তব্যের মাধ্যমেই প্রকাশ পেয়েছে। ফলে সম্মিলিতভাবে ভারতের এই আধিপত্যবাদ রুখতে না পারলে এদেশের মানুষের মুক্তি আসবে না।
জাফরুল্লাহ চৌধুরী বলেন, দেশে বিচারবর্হিভূতভাবে মানুষ হত্যার দুর্যোগ চলছে। ১৫ দিনে দেশে ১৫০জন মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে। এর মধ্যে ১৫জনই বিচারবর্হিভূতভাবে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এটা একটি স্বাধীন দেশের জন্য ভয়াবহ পরিস্থিতি। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে মশিউর রহমান যাদু মিয়া স্মৃতি কমিটি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

Previous articleনাইকো মামলা: স্থগিতাদেশের বিরুদ্ধে আবেদনের শুনানি মুলতবি
Next articleবঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে সিলেট ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজে আলোচনা সভা