রায়পুর: ভারতের ছত্রিশগড়ে নকশাল বিদ্রোহীদের অতর্কিত হামলায় সোমবার অন্তত ১৩ সেনা নিহত হয়েছে। এদের মধ্যে ২ জন কর্মকর্তাও রয়েছেন। ছত্রিশগড়ের সুমকা জেলায় এ ঘটনা ঘটেছে বলে জানায় এনডিটিভি।
নিহতরা সবাই সেন্ট্রাল পুলিশ রিজার্ভ ফোর্সের সদস্য। চলতি বছর এ পর্যন্ত এটা নকশাল বিদ্রোহীদের সবচেয়ে বড় হামলা। গত মাসে নকশাল বিদ্রোহীরা ভারতীয় বিমান বাহিনীর সাথে বন্দুকযুদ্ধে লিপ্ত হয়। তারা বিমান বাহিনীর পাহারারত একটি হেলিকপ্টারে আক্রমণ চালালে এক কমান্ডোসহ সাতজন আহত হন।
যেখানে এই হামলা হয়েছে তা ছত্রিশগড়ের রাজধানী রায়পুর থেকে ৪৫০ কিলোমিটার দূরে।