Home রাজনীতি ভূমধ্যসাগরে ৩০-৩৫ বাংলাদেশি মারা যাওয়ার আশঙ্কা

ভূমধ্যসাগরে ৩০-৩৫ বাংলাদেশি মারা যাওয়ার আশঙ্কা

555
0

পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেছেন, লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইতালি যাওয়ার পথে নৌযানডুবির ঘটনায় ৩০ থেকে ৩৫জন বাংলাদেশি নিহত হয়েছেন বলে আশংকা করা হচ্ছে।

আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি বলেন, ‘প্রাপ্ত তথ্য মতে, ডুবে যাওয়া নৌযানটির ৭৫ অবৈধ অভিবাসীর মধ্যে ৫১জন বাংলাদেশি ছিলো। এ পর্যন্ত ১৪ জন বাংলাদেশিকে উদ্ধার করা হয়েছে। বাকিরা এখনো নিখোঁজ রয়েছেন। এ থেকে আমাদের আশংকা আমাদের ৩০ থেকে ৩৫ জন নাগরিক নিহত হয়েছেন।’
আবদুল মোমেন ত্রিপোলির বাংলাদেশের রাষ্ট্রদূত ইতোমধ্যে কয়েকজন মিশর কর্মকর্তাকে তিউনিসিয়ায় ঘটনাস্থলে পাঠানো হয়েছে উল্লেখ করে বলেন, ‘এখন পর্যন্ত ঠিক কয়জন মারা গেছেন, তা বলা সম্ভব নয়। আমরা যা জানতে পেরেছি তা হলো, উদ্ধার অভিযান এখনো চলছে।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, লিবিয়াস্থ বাংলাদেশ দূতাবাস এখন তিউনিসিয়ায় রেড ক্রিসেন্টের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে।
বাংলাদেশ যুদ্ধ-বিধ্বস্ত লিবিয়ায় কোনো শ্রমিক পাঠাচ্ছে না উল্লেখ করে মোমেন বলেন, ‘এসব বাংলাদেশি নাগরিক সম্ভবত মানব-পাচারকারীদের সহায়তায় মধ্যপ্রাচ্যের কোনো দেশ থেকে লিবিয়ায় ঢুকেছে।’

মন্ত্রী বলেন, অনেক দিন আগ থেকে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা ঘটে আসছে। ‘এটা কিভাবে বন্ধ করা যায় আমি জানি না।’
অবৈধ অভিবাসনের অভিপ্রায় নিয়ে যাতে বাংলাদেশের কোনো নাগরিক দেশের সীমান্ত অতিক্রম করতে না পারে সেজন্য সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় ও অভিবাসন পুলিশকে নিয়ে সমন্বিত পদক্ষেপ নেয়ার ওপর জোর দেন।

Previous articleরাজধানীর উত্তরখানে মা ও দুই সন্তানের লাশ উদ্ধার
Next articleফলাফল-ভর্তিতে টেলিটকের এপিআই পদ্ধতি