Home আঞ্চলিক ভূমি খেকোদের অভয়ারণ্য কোম্পানিগন্জের লিলাইবাজার

ভূমি খেকোদের অভয়ারণ্য কোম্পানিগন্জের লিলাইবাজার

530
0

বিশেষ প্রতিনিধি: কোম্পানিগন্জে থানার অধীনে কালিবাড়ি গ্রামের ঐতিহ্যবাহী লিলাইবাজার এলাকায় অবৈধভাবে জায়গা দখল করে চলছে পাথর উওোলন। স্থানীয় কয়েকজনের সাথে আলাপ করে জানা যায়, যুবলীগ নেতা তাজউদ্দীন তাজই নেতৃত্বে অবৈধভাবে অন্যের জায়গা দখল করে চলছে পাথর উওোলন। শুধু তাই নয় ব্যবহার করা হচ্ছে ক্ষতিকর বোমা মেশিন যা আইনগতভাবে নিষিদ্ধ । সম্পূর্ণ সরকারি নিয়মনীতি তোয়াক্কা না করে চলছে পাথর উওোলন।
বোমা মেশিনের কারনে ক্ষতিগ্রস্থ হচ্ছে স্থানীয় মানুষ। এ ব্যাপারে স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ করেও কোন সুফল পায়নি স্থানীয়রা। তবে স্থানীয়দের সাথে আলাপ করে জানা যায় মূলত যুবলীগ নেতা তাজউদ্দীন তাজই নেতৃত্বে প্রশাসনসহ একটি সিন্ডিকেট তৈরি করা হয়েছে। আরও জানা যায় যুবলীগ নেতা তাজ উদদীন তাজ এর বড় ভাই আলাউদ্দিন কোম্পানিগন্জ যুবলীগের আহ্বায়ক এবং দক্ষিণ সুরমা ডাবল হত্যা মামলার ওয়ারেন্টভভুক্ত আসামি। তারই ছএছায়া চলছে এ ধরনের অবৈধ পরিবেশবিরোধি কর্মকান্ড।
এ ব্যাপারে স্থানীয় কোম্পানিগন্জ থানার ওসির সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে উনার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

Previous articleবর্তমান সরকার বাঁক বদলের সরকার: তথ্যমন্ত্রী
Next articleডিসেম্বরের শেষ সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন