Home ফটো গ্যালারী ভেঙে গেল নায়িকা মুনমুনের দ্বিতীয় সংসার

ভেঙে গেল নায়িকা মুনমুনের দ্বিতীয় সংসার

929
0

অনলাইন ডেস্ক : ভেঙে গেল ‘রানি কেন ডাকাত’খ্যাত নায়িকা মুনমুনের দীর্ঘ ১০ বছরের সংসার। স্বামী মীর মোশাররফ হোসেন রোবেনের সঙ্গে বিচ্ছেদ ঘটিয়েছেন তিনি।

স্বামীকে ডিভোর্সের বিষয়টি নিজেই গণমাধ্যমে নিশ্চিত করে মুনমুন জানিয়েছেন, রোবেনের কাছ থেকে নিয়মিত নির্যাতন ও স্বার্থপরতার শিকার হয়ে অবশেষে তালাক নেয়ার সিদ্ধান্ত নেন। গত ঈদুল আজহার পর দিনই তাদের তালাক কার্যকর হয়েছে।

যাত্রা ও স্টেজ শোতে কাজ করতে মীর মোশাররফ হোসেন রোবেনের সঙ্গে পরিচয় হয় মুনমুনের। পরিচয় থেকে প্রেম।

২০১০ সালে রোবেনকে বিয়ে করেন মুনমুন। এই সংসারে দুটি সন্তান রয়েছে তাদের।

Previous articleআনন্দ-আতঙ্ক নিয়ে ইতালিতে খুললো স্কুল
Next articleঝালকাঠির রাজাপুরে বিদ্যুৎস্পর্শে কলেজ ছাত্রের মৃত্যু!