Home জাতীয় ভোটারদের সুযোগ দিন: ইউরোপিয়ান ইউনিয়ন

ভোটারদের সুযোগ দিন: ইউরোপিয়ান ইউনিয়ন

438
0

Logo EU
আসন্ন ঢাকা ও চট্টগ্রামে সিটি করপোরেশন নির্বাচনে ভোটাররা যাতে ‘স্বাধীনভাবে’ ভোট দিতে পারেন তার ‘অনুকূল পরিবেশ’ তৈরিতে বাংলাদেশের রাজনৈতিক নেতাদের প্রতি আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বেলজিয়ামের ব্রাসেলসের স্থানীয় সময় গতকাল শুক্রবার ইউরোপিয়ান এক্সটারনাল অ্যাকশন সার্ভিসের মুখপাত্র এক বিবৃতিতে এ আহ্বান জানান।
ইইউর বিবৃতিতে বলা হয়েছে, ‘ভোটারদের অবশ্যই স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগের সুযোগ দিতে হবে।’ বাংলাদেশে আবারো সহিংস পরিস্থিতি তৈরি করতে পারে- এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকতে সব পক্ষকে আহ্বান জানিয়েছে ইউরোপের ২৮ দেশের এই জোট।
এরই মধ্যে গত মাসে ঢাকা উত্তর, দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণার পর তাতে প্রার্থীদের সমর্থন দেয় বিএনপি। “বাংলাদেশের দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা ও গণতান্ত্রিক উন্নয়নে সব রাজনৈতিক পক্ষের সহিংসতার অবসান ও উত্তেজনা প্রশমনে সুনির্দিষ্ট পদক্ষেপের পাশাপাশি গঠনমূলক আচরণ করা উচিত।”

Previous articleনির্বাচন সুষ্ঠু না হলে সরকার ও নির্বাচন কমিশন দায়ী: এমাজউদ্দিন
Next article২০ দল সমর্থিত প্রার্থীদের বিজয়ী করতে জামায়াতের আহ্বান