বিনোদন ডেস্ক: লীলা’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত বলিউড অভিনেত্রী সানি লিওন। কিন্তু প্রতিদিনই স্বামী হাবি ড্যানিয়াল ওয়েবারকে নিজের সঙ্গে শুটিংয়ে নিয়ে যাচ্ছেন। এর অবশ্য কারণও আছে, সানি নাকি সহ-অভিনেতা মোহিত অহলাওয়াটকে প্রচণ্ড ভয় পান।
কেন ভয় পান? এমন প্রশ্নের উত্তর শোনে আপনি নিজেও হতবাক হয়ে যাবেন। বাংলায় একটি প্রবাদ আছে- ‘যার জন্য করি চুরি, সেই বলে চোর’। সানি ও মোহিতের ক্ষেত্রেও হয়েছেটা তাই। কয়েক দিন আগে শুটিং সেটে সানি লিওনের এক ফ্যান তার কাছে এসে অটোগ্রাফ চান। কিন্তু খুব ব্যস্ত থাকায় তাকে একটু পরে আসতে বলেন সানি। তবে সেই ফ্যান তাতে নারাজ, এখনই তার অটোগ্রাফ চাই। সে জন্য সানিকে বিরক্তও করতে থাকেন।
এ সময় সেখানে এসে উপস্থিত হন সানির সহ-অভিনেতা মোহিত। ঘটনা শুনে তিনি প্রচণ্ড রেগে যান আর হঠাৎ করে ওই ফ্যানকে থাপ্পড় মারেন। আর এটিই কাল হয় মোহিতের জন্য। কোথায় সানি মোহিতের প্রশংসা করবেন‚ তা না উল্টো নিজে শকড হন। সে জন্য নাকি বেশ কিছুক্ষণের জন্য অভিনয় করতে পারেননি সানি। তখন প্রযোজক ববি খানকে বলেন তার জন্য সিকিউরিটির ব্যবস্থা করতে।