Home আঞ্চলিক মংলায় কয়লা বোঝাই জাহাজ ডুবি

মংলায় কয়লা বোঝাই জাহাজ ডুবি

467
0

নিউজ ডেস্ক: মংলা বন্দরের পশুর নদীতে  কয়লা বোঝাই কার্গো জাহাজ ডুবে গেছে। মঙ্গলবার রাত ১০ টার দিকে জয়মনির সাইলোর অদূরে বিউটি মার্কেট এলাকা সংলগ্ন পশুর নদীতে এ জাহাজ ডুবির ঘটনা ঘটে। এম ভি জি আর রাজ নামজ এই জাহাজ ডুবিতে হতাহতের কোন খবর পাওয়া যায়নি। তবে কার্গো জাহাজে থাকা ৭ নাবিককে জীবিত উদ্ধার করে স্থানীয়রা।

ডুবে যাওয়া জাহাজের মাস্টার ভুলু গাজী (৪০) জানান, মংলা বন্দরের হারবাড়িয়া থেকে ৬ শত ১৫ মেট্টিক টন কয়লা বোঝাই করে যশোরের নওয়াপাড়ার শেখ ব্রাদার্স ঘাটে যাচ্ছিলাম। মঙ্গলবার রাত ১০ টার দিকে পশুর নদীর জয়মনির বিউটি মার্কেট নামক স্থানে পৌছলে তলা ফেটে জাহাজটি ডুবে যায়। জাহাজটিতে ৭ জন নাবিক ছিল। স্থানীয় লোকজনের সহায়তায় সবাই সাতরে কিনারে উঠতে সক্ষম হয়েছেন। জয়মনি পুলিশ ফাঁড়ির সাব ইন্সপেক্টর নজরুল ইসলাম জানান, ইন্দোনেশিয়া থেকে আমদানী করা যশোরের শেখ ব্রাদার্সের ২৫ হাজার মেট্রিক টন কয়লা নিয়ে আসা গ্লোব স্টোন নামক একটি বিদেশী জাহাজ মংলা বন্দরের হারবাড়িয়ায় অবস্থান করছে।  মঙ্গলবার ওই জাহাজ থেকে ৬শত ১৫ মেট্রিক টন কয়লা বোঝাই করে এই কার্গো জাহাজটি যাচ্ছিল নওয়াপাড়ায়। এসময় এই দুর্ঘটনা ঘটে।

Previous articleদুই বিরোধী রাজনীতিবিদের ফাঁসি অনিবার্য: অ্যামনেস্টি
Next articleরাজধানীতে হোটেল কর্মচারীকে গুলি করে হত্যা