Home Uncategorized মগবাজারে বাড়ির মালিকসহ ৩ বিদেশী নাগরিক আটক

মগবাজারে বাড়ির মালিকসহ ৩ বিদেশী নাগরিক আটক

433
0

ঢাকা: রাজধানীর মগবাজারে অবৈধ বিদেশী নাগরিকদের কাছে বাসাভাড়া দেওয়ার অভিযোগে বাড়ির মালিকসহ তিন বিদেশীকে আটক করেছে র‌্যাব। rail-minister-muzibul-haque-311x186র‌্যাব-৩ এর অপারেশন অফিসার ও এএসপি রবিউল ইসলাম মঙ্গলবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, অবৈধভাবে বাংলাদেশে বসবাসের অভিযোগে সোমবার ভোর ৪টার দিকে মগবাজারের নয়াটোলা এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা হল, লাইবেরিয়ার নাগরিক জর্জ মার্টিন (৩৫), ডেবিড কুন (৪৪) ও আফ্রিকার দেশ চাঁদের নাগরিক জাবির হামিস (৩২)। এছাড়াও অবৈধ বিদেশী নাগরিকের কাছে বাসাভাড়া দেওয়ার অভিযোগে বাড়ির মালিক পার্থ কুমার সাহা (৪৬) কে আটক করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় টিকাটুলি এলাকায় র্যা ব-৩ দফতরে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

Previous articleখুঁজে পাওয়া যাচ্ছে না মিস ওয়ার্ল্ড প্রতিযোগী অর্ধনগ্ন মারিয়াকে
Next articleঅর্থমন্ত্রী কর্তৃক ঘুষকে বৈধ ঘোষনায় আমেরিকান উলামা কাউন্সিলের উদ্বেগ