Home Uncategorized মঙ্গলবারও সিলেটে হরতাল

মঙ্গলবারও সিলেটে হরতাল

390
0

Hartal
সিলেট: মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহরিয়ার হোসেন চৌধুরীকে আটক করার প্রতিবাদে আগামীকাল মঙ্গলবার আধাবেলা হরতালের ডাক দিয়েছে সিলেট বিএনপি। সোমবার সকাল সাড়ে ১০টায় নগরীর জজ কোর্ট এলাকায় এক সংক্ষিপ্ত সমাবেশ থেকে সিলেট জেলা ও মহানগরীতে আধাবেল হরতালের ঘোষণা দেয়া হয়।
সমাবেশে সভাপতির বক্তব্যে জেল বিএনপির যুগ্ম-আহ্বায়ক দিলদার হোসন সেলিম মঙ্গলবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হরতালের ঘোষণা দেন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা আবুল কাহের চৌধুরী শামীম, অ্যাডভোকেট আব্দুল গফ্ফার, বদরুজ্জামান সেলিম, আলী আহমদ প্রমুখ।
মহানগর বিএনপির সদস্য সচিব বদরুজ্জামান সেলিম বলেন, ‘সোমবার সকালে শান্তিপূর্ণ মিছিল থেকে মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহরিয়ার হোসন চৌধুরীকে আটক করেছে পুলিশ। তাকে আটক ও নিঃশর্ত মুক্তির দাবিতে মঙ্গলবার সকালে ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আধাবেলা হরতালের ঘোষণা করা হয়েছে।’

Previous articleতারা গণমাধ্যমকে ভয় দেখাতে চায়: নুরুল কবির
Next articleমেয়র আরিফুল হকের আত্মসমর্পণ, জামিন নাকচ করে কারাগারে প্রেরন