ডেস্ক রিপোর্ট: মাধুরী দীক্ষিতকে হুমকি দিয়ে ‘এসএমএস’ দেওয়ায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বলিউড অভিনেত্রী মাধুরীকে বেশ কয়েক দিন ধরে হুমকি দিয়ে এসএমএস পাঠাচ্ছিলেন প্রবীণ কুমার প্রধান নামে ২৩ বছর বয়সী এক ওয়েটার। শুক্রবার সকালে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চের হাতে প্রবীণ ধরা পড়ে।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত ব্যক্তি মাধুরীকে চারটি এসএমএস পাঠায়। ওই এসএমএসে সে লিখে টাকা না দিলে মাধুরীর সন্তানদের খুন করবে। এমনকি নিজেকে মুম্বাই আন্ডারওয়ার্ল্ডের গুণ্ডা ছোটা রাজনের লোক বলে পরিচয় দেয়। সে আরও জানায়, মাধুরীর সন্তানদের খুন করার জন্য ১৫ বছর বয়সী এক কিশোরকে পিস্তল চালানো শিখিয়েছে। এরপরই পুলিশ তাকে আটক করে।