নিজস্ব প্রতিনিধি: মৌলভীবাজরের রাজনগর উপজেলায় মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, ইউনুছ আহমদ (৭৫) ও উজায়ের আহমদ চৌধুরী (৬২)। তারা রাজনগর উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের সোনাটিকি গ্রামের বাসিন্দা। মঙ্গলবার রাতে সোনাটিকি গ্রাম থেকে তাদের দু’জনকে গ্রেপ্তার করা হয়।
রাজনগর থানার উপ-পরিদর্শক (এসআই) হিল্লোল রায় জানান, মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ থেকে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পরোয়ানা জারির কপি মঙ্গলবার সন্ধ্যায় রাজনগর থানায় আসে। এতে রাতেই অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানান এসআই।
মুক্তিযুদ্ধের সময় তাদের বিরুদ্ধে হত্যা, লুণ্ঠন, অগ্নিসংযোগসহ মানবতাবিরোধী বিভিন্ন অপরাধ সংগঠিত করার অভিযোগ রয়েছে। এ সব অভিযোগ তদন্ত শেষে তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ মামলা দায়ের করা হয়।