Home শিক্ষা মানসম্মত শিক্ষায় সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পার্থক্য নয়: শিক্ষামন্ত্রী

মানসম্মত শিক্ষায় সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পার্থক্য নয়: শিক্ষামন্ত্রী

463
0
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, দেশের সরকারি বা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকারী শিক্ষার্থীদের মধ্যে কোন পার্থক্য নয়, বরং সবার জন্য মানসম্মত শিক্ষা এবং সুযোগ নিশ্চিত করতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এসইউবি)-এর ৫ম সমাবর্তন অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের মনোনীত প্রতিনিধি হিসেবে সভাপতির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘বর্তমান যুগের সাথে সঙ্গতিপূর্ণ আধুনিক বিশ্বমানের শিক্ষা ও জ্ঞান প্রযুক্তিতে দক্ষ, নৈতিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ এক পরিপূর্ণ মানুষ তৈরি করা আমাদের প্রধান লক্ষ্য। এজন্য শিক্ষক এবং অভিভাবকদের বিশেষভাবে সচেতন ও সক্রিয় থাকতে হবে- যাতে শিক্ষার্থীরা বিপদগামী না হয়।
শিক্ষামন্ত্রী বলেন,‘যে সকল বেসরকারি বিশ্ববিদ্যালয় পরিচালনার পরিবেশ ও নির্ধারিত শর্ত পূরণ করতে ব্যর্থ হয়েছে, যারা মুনাফার লক্ষ্য নিয়ে চলতে চান, যারা নিজস্ব ক্যাম্পাসে এখনো যাননি এবং যারা একাধিক ক্যাম্পাসে পাঠদান পরিচালনা করছেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
Previous articleঅভিযোগ সত্য হলে তুরিনের বিরুদ্ধে ব্যবস্থা: অ্যাটর্নি জেনারেল
Next articleবাতিলের অপতৎপরতা আদর্শ দিয়ে মোকাবেলা করতে হবে: শিবির সভাপতি