Home আঞ্চলিক মিছিলে মিছিলে বর্তমান চেয়ারম্যান শফিকুল ইসলামের মনোনয়ন দাখিল সম্পূর্ন

মিছিলে মিছিলে বর্তমান চেয়ারম্যান শফিকুল ইসলামের মনোনয়ন দাখিল সম্পূর্ন

509
0

 

সুনামগঞ্জ প্রতিনিধিঃ বহু আমেজ ও নানা উদ্যিপনার মধ্যো দিয়ে সুনামগঞ্জের দঃসুনামগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাও ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান শফিকুল ইসলাম মনোনয়ন পত্র দাখিল সম্পর্ন হয়। রোববার দুপুর পৌনে ১ঘঠিকায় স্হানীয় দঃ সুনামগঞ্জ উপজেলা পরিষদে বর্তমান ইউ/পি নির্বাচনের রির্টানিংঅফিসার জনাব নিতেশ চন্দ্র বর্মনের কাছে তিনি তার মনোনয়ন পত্র দাখিল করেন। এসময় উপস্হতিত ছিলেন তার সমর্থক বৃন্দ তথা এলাকার গন্যমান বেক্তিবর্গসহ সাংবাদিক রাজনৈতিক সহ সর্বস্তের স্হানিয় লোকজন প্রমুখ।

Previous articleকুলাউড়া ২নং ভুকশিমইল ইউনিয়নে বিএনপির প্রার্থীর মনোনয়ন দাখিল
Next articleজগন্নাথপুরে মা সমাবেশ অনুষ্ঠিত