Home জাতীয় মির্জা ফখরুলের বগুড়া-৬ আসন শূন্য ঘোষণা

মির্জা ফখরুলের বগুড়া-৬ আসন শূন্য ঘোষণা

641
0

স্টাফ রিপোর্টার: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আসন (বগুড়া-৬) শূন্য ঘোষণা করেছেন স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী। আজ সংসদ অধিবেশন চলাকালে তিনি এ আসনটি শূন্য ঘোষণা করেন। ২৯শে এপ্রিল একাদশ সংসদের এমপিদের শপথ নেয়ার শেষ দিন গতকাল বিএনপির ৪ জন এমপি শপথ নিলেও মির্জা ফখরুল শপথ নেননি।

নিয়ম অনুযায়ী নির্ধারিত সময়ে শপথ না নিলে আসন শূন্য ঘোষণা করা হয়। এখন এ আসনে পুনঃনির্বাচন হবে।

Previous articleশেখ হাসিনার শাসনামল খুন-ধর্ষণ, ভোট-ব্যাংক ডাকাতির স্বর্ণযুগ
Next articleশায়েস্তাগঞ্জে লোডশেডিংয়ে অতিষ্ঠ মানুষ