Home জাতীয় মুনাফার লোভে দেশের ক্ষতি করবেন না: ব্যবসায়ীদের প্রধানমন্ত্রী

মুনাফার লোভে দেশের ক্ষতি করবেন না: ব্যবসায়ীদের প্রধানমন্ত্রী

480
0

ঢাকা: মুনাফা করতে গিয়ে ‘দেশের ক্ষতি ও নিজের বিপর্যয়’ ডেকে না আনার জন্য ব্যবসায়ীদের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউশনে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।

বাংলাদেশ থেকে এক সময় রপ্তানির চিংড়ির মধ্যে লোহা ঢুকিয়ে দেওয়ার উদাহরণ টেনে শেখ হাসিনা বলেন, “আমি আশা করব, যে কোনো পণ্য রপ্তানি করি না কেন, গুণগত মান যেন ঠিকঠাক থাকে সেটা লক্ষ্য রাখতে হবে।

“সবাইকে আমার অনুরোধ, সামান্য মুনাফা করতে গিয়ে দেশের ক্ষতি করা এবং নিজের বিপর্যয় যেন টেনে না আনি, সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকেতে হবে।”

রপ্তানি ও অভ্যন্তরীণ বাজার- উভয় ক্ষেত্রেই এ বিষয়টি মনে রাখার পরামর্শ দেন প্রধানমন্ত্রী।

দাম ‘বেশি’ নিলেও পণ্যের মান ‘খাঁটি’ রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, “যারাই ব্যবসা করবেন, গুণগত মানটা যেন ধরে রাখেন।”

Previous articleছাত্রলীগের পদবঞ্চিতদের আন্দোলনে চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় কার্যত অচল
Next articleরিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন প্রকাশ কয়েকদিনের মধ্যে: অর্থমন্ত্রী