Home আন্তর্জাতিক মুসলিম উম্মাহর চেয়ে শ্রেষ্ঠ আর কোনো জাতি নেই

মুসলিম উম্মাহর চেয়ে শ্রেষ্ঠ আর কোনো জাতি নেই

445
0

তেহরান: যারা বাস্তবতা বিকৃত করে মুসলমানদের মধ্যে অনৈক্যের বীজ বপন করছে তাদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী। শনিবার তেহরানে ইরানের হজ্ব বিষয়ক কর্মকর্তাদের সঙ্গে আলাপকালে তিনি এ সতর্কবাণী উচ্চারণ করেন।

সর্বোচ্চ নেতা বলেন, হজ্ব শুধুমাত্র ইরানি জনগণের কোনো বিষয় নয় বরং এটির সঙ্গে গোটা মুসলিম উম্মাহ জড়িত। এ ছাড়া, ইসলামকে চিরঞ্জিব রাখার একটি মূল উপাদান হচ্ছে হজ্ব। ইসলামের এই মহান আনুষ্ঠানিকতা মুসলিম জাতিগুলোর মধ্যে ঐক্য ও সংহতি স্থাপনের অমূল্য সুযোগ এনে দেয় বলেও তিনি মন্তব্য করেন।

আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেন, হজ্ব হচ্ছে ইসলামি সম্পর্ক ও সহানুভূতির বাস্তব প্রতীক। যারা মুসলমানদের মনযোগকে বাস্তবতা ও ইসলামের মূল চালিকাশক্তি থেকে দূরে সরিয়ে তাদের মধ্যে বিভক্তি ও বিচ্ছেদের বীজ বপন করতে চায় তাদের প্রতি আল্লাহর অভিসম্পাত বর্ষিত হোক।

যারা ‘জাতীয়তাবাদ’কে মুসলিম উম্মাহর উপরে অগ্রাধিকার দিতে চায় তাদের তীব্র সমালোচনা করে ইরানের সর্বোচ্চ নেতা বলেন, ‘মুসলিম উম্মাহ’র চেয়ে আর কোনো জাতি শ্রেষ্ঠ হতে পারে না।

Previous articleআ’লীগের বিদায়ের লক্ষণ শুরু হয়েছে: আ.স.ম হান্নান শাহ
Next articleযুবকরা সমাজ গড়ার মূল কারিগর: বিচারপতি মোহাম্মদ আব্দুর রঊফ