Home আন্তর্জাতিক মুসলিম মেয়র সাদিক খান যুক্তরাজ্যে বর্ষসেরা রাজনীতিবিদ

মুসলিম মেয়র সাদিক খান যুক্তরাজ্যে বর্ষসেরা রাজনীতিবিদ

642
0

যুক্তরাজ্যে বর্ষসেরা রাজনীতিক নির্বাচিত হয়েছেন লন্ডনের পাকিস্তানি বংশোদ্ভূত প্রথম মুসলিম মেয়র সাদিক খান। দেশটির রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় লন্ডনের হাউস অব কমন্সে এক অনুষ্ঠানে তাকে বছরের সেরা রাজনীতিক হিসেবে ঘোষণা দেয়া হয়েছে।

বৃহস্পতিবার( ৮ মার্চ) ব্রিটেনের সাপ্তাহিক পত্রিকা এশিয়ান ভয়েসের পলিটিক্যাল অ্যান্ড পাবলিক লাইফ শীর্ষক বার্ষিক পুরস্কার দেয়া হয়।

এই অনুষ্ঠানে প্রতিরক্ষা মন্ত্রী গ্যাভিন উইলিয়ামসনকে ব্রিটেনের বর্ষসেরা মন্ত্রী এবং কনজারভেটিভ পার্টির ভারতীয় বংশোদ্ভূত সংসদ সদস্য প্রীতি প্যাটেলকে বর্ষসেরা এমপি ঘোষণা দেয়া হয়।

৪৮ বছর বয়সি সাদিক খানের পিতামাতা পাকিস্তান থেকে অভিবাসী হিসেবে ব্রিটেনে গিয়েছিলেন। তার পিতা ইংল্যান্ডে বাস চালাতেন। ২০১৬ সালে সাদিক খান লন্ডনের মেয়র নির্বাচিত হন। এছাড়া ২০০৫ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত তিনি লেবার পার্টির সংসদ সদস্য ছিলেন।

Previous article৩০ ডিসেম্বর গণতন্ত্রের কবর রচনা হয়েছে: ড. কামাল
Next articleজগন্নাথপুরে বেড়িবাধ পরিদর্শন