Home আঞ্চলিক মেধাবীদের আরও বেশি পৃষ্টপোষকতা প্রয়োজন

মেধাবীদের আরও বেশি পৃষ্টপোষকতা প্রয়োজন

1059
0

সিলেট লেখক ফোরাম’র উদ্যোগে শেকড়ের সন্ধানে আধ্যাত্মিক কবি শিতালং শাহ, মরমী কবি হাসন রাজা, জ্ঞানের সাগর দুরবীন শাহ, রাধা রমন, বাউল সরাট শাহ আব্দুল করিম, মুহম্মদ নূরুল হক, কালের স্বাক্ষী সুরমা নদী, এশিয়ার অন্যতম বৃহত্তম হ্যারিটেজ টাঙ্গুয়ার হাওরসহ উপমহাদেরশের শ্রেষ্ঠ লেখক কবি সাহিত্যিক গীতিকার আউল বাউল সাহিত্যসেবিদের স্মৃতিধন্য ঐতিহাসিক স্থানসমুহে সফল সাহিত্য আড্ডার আয়োজন সত্যিই প্রশংসনীয়। তারা লন্ডন সৌদিআরবের পবিত্র মক্কা নগরী দুবাই কাতারসহ আন্তর্জাতিক পরিমন্ডলে সাহিত্য আড্ডার আয়োজন করে আমাদের গৌরব সম্মান ও মর্যাদা বিশ্ব দরবারে তুলে ধরছেন। শেকড়ের সন্ধানে তাদের এসব অভিযাত্রা ও দেশ বিদেশের ঐতিহাসিক স্থানসমুহে সাহিত্য আড্ডার আয়োজন ইতিহাসের পাতায় স্বর্নাক্ষরে লেখা থাকবে। শুধু তাই নয় গ্রাম বাংলার প্রচীণ ঐতিহ্যকে লালন করতে পিঠা উৎসব, লেখক কবি সাহিত্যিকদের উৎসাহ দিতে গ্রন্থ প্রকাশনা অনুষ্ঠান, রত্মগর্ভা মা-বাবাদের সম্মান দিতে রত্মগর্ভা মা-বাবা সম্মাননা, গরিব অসহায়দের চিকিৎসা সহায়তা, পরিবেশ উন্নয়নে বৃক্ষ রোপনের পাশাপাশি প্রতি বছর তারা মেধাবীদের আরও উৎসাহিত করতে ও ভবিষ্যত পরীক্ষার্থীদের ভালো ফলাফলে উৎসাহ দিতে বোর্ড পরীক্ষায় এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা দিয়ে যাচ্ছেন। ফোরামের নজরকাড়া এসব ব্যতিক্রম ও ভিন্নধারার অনুষ্ঠান আয়োজন সত্যিই প্রশংসনিয়।

সিলেট লেখক ফোরাম আয়োজিত বিগত এসএসসি পরীক্ষায় এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও সাহিত্য আড্ডায় বক্তারা এসব কথা বলেন। তারা আরও বলেন মেধাবী ছাত্র ছাত্রীরাই জাতির আগামী দিনের কর্ণধার। তাদেরকে রাষ্ট্রিয় সামাজিক ও পারিবারিকভাবে আরও বেশি পৃষ্টপোষকতা প্রয়োজন।

ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি গীতিকার সুরকার কবি নাজমুল ইসলাম মকবুল’র সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধন করেন, কামাল বাজার আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুফতি এ.কে.এম মনোওর আলী।

কবি ও গীতিকার মাস্টার আজম আলীর পরিচালনায় গতকাল সিলেটের কামালবাজার এলাকার লালটেকস্থ আলহাজ্ব তাহির আলী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন লন্ডনের বেতার বাংলা শ্রোতা ফোরাম সভাপতি আবিদ হোসেন অপু। প্রধান আলোচকের বক্তব্য রাখেন রম্য লেখক গীতিকার ও লন্ডনের জনপ্রিয় পুথিসাহিত্যিক হাসনাত মুহা. আনোয়ার।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন,  বেতার বাংলা শ্রোতা ফোরাম, ইউ.কের সিনিয়র সহ সভাপতি ফখরুল হক লুকু, সহ সভাপতি কমেডিয়ান জিয়ার আহমেদ ও বেতার বাংলা ইউ.কের প্রেজেন্টার কবি ও আবৃতিকার নজরুল ইসলাম অকিব।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আলহাজ্ব তাহির উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ কুমার চৌধুরী, সহ. প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, তালিবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাশুক আহমদ, শিক্ষক অজিত কুমার শীল, মোঃ গোফরান হোসেন, মোঃ মনিরুজ্জামান, জুয়েল আহমদ, আব্দুল কুদ্দুছ, ফোরামের ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মো. ফখর উদ্দিন প্রমূখ। শুরুতে পবিত্র কালামে পাক থেকে তিলাওয়াত করেন ছালেহ আহমদ। সঙ্গীত পরিবেশন করেন জাগরণ ইসলামী সংস্কৃতিক দলের সহকারী পরিচালক আরিফ রব্বানী, বিদ্যালয়ের ছাত্র ছালেহ আহমদ। অতিথিদের ফুল দিয়ে বরণ করেন জেসমীন বেগম, সালমা বেগম, লিজা বেগম।

‘প্রেস বিজ্ঞপ্তি’

Previous articleফ্রান্সে সিলেট সমিতির বনভোজন ও সমুদ্র ভ্রমন অনুষ্ঠিত 
Next articleসিলেট ক্যামব্রিয়ান কলেজের অধ্যক্ষ সংবর্ধিত; শিক্ষা মানুষের জীবনকে পরিপূর্ণ করে তোলে