মেহেরপুর: জেলার মুজিবনগর উপজেলায় পরেশ দাস (৪০) নামে এক সেলুন মালিকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার বল্লভপুর জোঁকার মাঠ থেকে রবিবার সকাল সাড়ে ৮টার দিকে লাশটি উদ্ধার করা হয়। নিহত পরেশ দাস চুয়াডাঙ্গা জেলার সরজগঞ্জের নিরাপদ দাসের ছেলে। তিনি বল্লভপুর গ্রামের কার্তিক দাশের জামাই। ঘরজামাই থেকে সেলুনের কাজ করতেন বলে পরিবারের লোকজন জানান।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, সকালে কৃষকরা মাঠে যাওয়ার সময় এক ব্যক্তির গলাকাটা লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশ সুপার (এসপি) হামিদুল আলম জানান, হত্যাকাণ্ডের বিষয়টি খতিয়ে দেখতে পুলিশের একাধিক টিম মাঠে নেমেছে।