নিউজ ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল ‘বিএনপি’ চেয়ারপারসনের উপদেষ্টা ও এনটিভির চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী মোসাদ্দেক আলী ফালুকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার রাত ৮টা ৫৫ মিনিটে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয় থেকে বের হওয়ার সময় পুলিশ তাকে গ্রেপ্তার করে।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করে গুলশান কার্যালয় থেকে বের হওয়ার পর মোসাদ্দেক আলী ফালুকে আটক করে গোয়েন্দা পুলিশ।