Home আঞ্চলিক মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ২

মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ২

500
0

মৌলভীবাজার: মৌলভীবাজারের কুলাউড়া ও জুড়ী উপজেলায় ‘সড়ক দুর্ঘটনায়’ দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন- জুড়ী উপজেলার জায়ফরনগর গ্রামের তুতিউর রহমানের ছেলে অলিউর রহমান (২২) ও কুলাউড়া উপজেলার বৈদ্যশাসন গ্রামের আবুল মিয়ার ছেলে মন্তাজ মিয়া (৪৫)।

জুড়ি থানার ওসি (তদন্ত) আমিনুর রহমান জানান, শুক্রবার রাত ১২টার দিকে অটোরিকশায় করে কয়েকজন অলিউরকে জায়ফরনগরে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসেন। এ সময় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করলে তারা পালিয়ে যান। পরে হাসপাতাল পুলিশ লাশ উদ্ধার করে। তার শরীরে দুর্ঘটনায় আহত হওয়ার আলামত রয়ছে। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালমর্গে পাঠানো হয়েছে।

ইদকে মন্তাজ অটোরিকশার চাপায় নিহত হয়েছেন।

নিহতের চাচাত ভাই মো. ইসহাক বলেন, শুক্রবার রাতে টিলাগাও ইউনিয়নের নতুন মসজিদের সামনে মন্তাজ মিয়া দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ একটি হেডলাইটবিহীন অটোরিকশা তাকে চাপা দেয়। এ সময় তিনি গুরুতর আহত হন। তাকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত দেড়টার দিকে তার মৃত্যু হয়।

কুলাউড়া থানার এএসআই মো. আসাদ হোসেন জানান, খবরটি তারা শুনেছেন। তবে এখনও কেউ তাদের নিশ্চিত করেনি।

Previous articleজগন্নাথপুরে প্রতিপক্ষের হামলায় আহত ২
Next articleজবাবদিহিবিহীন সরকারের কারণেই থামছে না মৃত্যুর মিছিল: রিজভী