মৌলভীবাজার পুলিশ ব্যারাকে আগুন

0
468

download4
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা পুলিশ লাইনসের একটি ব্যারাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার দুপুর ১টায় গুমড়া এলাকায় অবস্থিত পুলিশ লাইনসের ভেতরে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে। মৌলভীবাজার ফায়ার সার্ভিসের ফায়ারম্যান সাজিদ মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুরে পুলিশ ব্যারাকের পাশের ময়লার স্তূপে সিগারেটের আগুন থেকে এ আগুনের সূত্রপাত হয়। ব্যারাকে থাকা পুলিশ সদস্যরা ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। মৌলভীবাজারের সহকারী পুলিশ সুপার (এএসপি) আশরাফুল ইসলাম জানান, আগুনে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।